এযাবৎ যতগুলো বিশ্বকাপ হয়েছে তার মধ্যে এই বারের কাতার বিশ্বকাপের মতো প্রযুক্তির ব্যবহার আগে কোনো ওয়ার্ল্ড কাপে করা হয় নি। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে VAR দিয়ে তদারকি করা হচ্ছে ফুটবল খেলার পরিচালনায়। তো এই VAR কি? বা SAOT এর মাধ্যমে কি ভাবে অফসাইড ধরা হচ্ছে এই বারের বিশ্বকাপে সেই নিয়েই আজকে আলোচনা করবো।
VAR বা ভার কি ?
VAR এর পুরো নাম হলো Video Assistant Referee . এটি বেশ কয়েকটি প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি সিস্টেম বলা চলে।যা প্রধান রেফারিকে ম্যাচ পরিচালনায় সহায়তা করে। এবার কাতার বিশ্বকাপে যে ফুটবল টি ব্যবহার করা হচ্ছে সেটি একটি বিশেষ ধরনের ফুটবল।এটি প্রস্তুত করেছে অ্যাডিডাস। এই বলটির মেইন বা মেডেল পজিশনে একটি চিপ রয়েছে। এরুপ আরো কয়েকটি চিপ প্রত্যেকটি প্লেয়ারের বডিতে সেট করা আছে। যা একটি প্লেয়ারের ২৯ টি পয়েন্ট এর প্রত্যেক এক সেকেন্ডে প্রায় পাঁচশো বার শরীর মুভমেন্ট সংক্রান্ত তথ্য পাঠায় ,এবং তথ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কাজে ব্যবহৃত সিস্টেম কম্পিউটারটি রয়েছে সেখানে জমা হয়। তাছাড়া স্টেডিয়ামের ছাদের নীচের অংশে অর্থাৎ মাঠের ভেতরের বিভিন্ন পয়েন্টে রয়েছে মোট 12টি Specialized Dedicated ক্যামেরা। সব মিলে এই সিস্টেমটি 1 সেকেন্ডের 500 ভাগের এক ভাগ সময়ে প্রতিনিয়ত ডাটা নিতে থাকে এবং কোন খেলোয়াড় অফসাইডে থাকলে এ সিস্টেম নিজে থেকেই এলার্ম দিতে থাকে।খেলা চলাকালীন মাঠের রেফারী যখনই এই সিস্টেমের সাহায্য নিতে চান তখনই একটি রেডিমেড রিপোর্ট আকারে সম্পূর্ণ তথ্য পেয়ে যান তারা। ঠিক ক্রিকেটের এলবিডব্লিউর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যেমন DRS প্রযুক্তির ব্যবহার করা হয় এই ভিএআর অনেকটা সেই রকমই।
SAOT কি ?
SAOT হলো Semi-Automated Offside Technology .অফসাইড সংক্রান্ত বিতর্কের অবসান ঘটাতে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এই বিশ্বকাপে। .
কিভাবে SAOT কাজ করে ?
খুব সহজভাবে বলতে গেলেযখন কোন প্লেয়ার ফুটবলে কিক মারে তখন সেই প্লেয়ারটির লোকেশনটা একটি ম্যাপে প্লট করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই ভিএআর কে এই লোকেশন টা অর্থাৎ কিক পয়েন্টের কোঅর্ডিনেট একটি এলার্টের মাধ্যমে পাঠিয়ে দেয়। এরপর বিয়ের এইট পয়েন্ট এবং লাইন অফ সাইট দেখে বিচার করে বলতে offside হয়েছে কি হয়নি। শুধু তাই নয় ,AI একটি 3D গ্রাফিক ও তৈরি করে যা অফসাইডের লাইন এবং এটির সাথে সম্পর্কিত খেলোয়াড়দের অবস্থান দেখায়। সিদ্ধান্ত নেওয়ার পরে সেই গ্রাফিক স্টেডিয়ামের ভিতরে এবং টিভিতে ভক্তদের দেখানো হয়।
VAR কি সঠিক ডিসিশন দেয় ?
VAR এর সিদ্ধান্তের কারণে এ বছর ওয়ার্ল্ড কাপের অনেকগুলি গোল বাতিল হয়েছে। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই VAR কি সম্পূর্ণরূপে সঠিক ? এই বিষয়ে এখনই মন্তব্য করার মত সময় আসেনি তবে বিতর্কিত সিদ্ধান্তে এড়াতেই তো VAR এর আগমন। সে দিক দিয়ে দেখতে গেলে বলা যায় এখনো পর্যন্ত VAR এই বিশ্বকাপে অনেকগুলি বিতর্কিত সিদ্ধান্ত এড়াতে সাহায্য করেছে।VAR কে দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময়ই accuracy ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে কিন্তু ভবিষ্যতে আরো অনেক বেশি সঠিক এবং আরো দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করেন ফিফার রেফারি কমিটির প্রধান Pierluigi Collina .