ভারতে PUBG ব্যান হওয়ার পর কেটে গেছে দীর্ঘ ছ-মাস, কিন্তু এখনো পর্যন্ত আবার ভারতে নতুন করে জনপ্রিয় MMO PUBG Mobile গেম ফের চালু হবে কী না সেই এখনো ঘোর অনিশ্চয়তা চলছে ! অবশ্য বার বার নানা ভাবে চেষ্টা করছে বিধিনিষেধ কাটিয়ে আবার ভারতীয় মার্কেটে কি ভাবে গেম কে ফেরানো যায়। এবার সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ নিয়ে হাজির পাবজি কর্পোরেশন। এবার তারা ভারতীয়দের জন্য কাজের সুযোগ দিতে চায় । এই রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী , এই বিপুল জনপ্রিয় গেম নির্মাতাটি, তাদের বেঙ্গালুরুর অফিসের জন্য স্ট্র্যাটেজি অ্যানালিস্ট খুঁজছে। ইতিমধ্যে পাবজি তারা LinkedIn প্রোফাইলে, সংস্থার সংযুক্তি ও অধিগ্রহণ (M&A) বিভাগের সিনিয়র টিমে সহযোগিতার জন্য একজন ব্যক্তির প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতে পুব্দ যে আবার নতুন করে ফিরতে চায় এটা তারই ইঙ্গিত।
ঠিক পোস্টের জন্য লোক খুঁজছে পাবজি কর্পোরেশন?
পাবজি কর্পোরেশন গতকাল অর্থাৎ ১৮ই মার্চ, তাদের LinkedIn প্রোফাইলে কোম্পানির বেঙ্গালুরু অফিসের জন্য ইনভেস্টমেন্ট ও কৌশল বিশ্লেষক অর্থাৎ স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে একটি নতুন জব লিস্টিং প্রকাশ করেছে। ওই লিস্টিং অনুযায়ী, ফুল টাইম সহযোগী হিসেবে নিযুক্ত এই ব্যক্তির দায়িত্ব বা কাজ হবে – সিনিয়র টিমকে অন্যান্য দায়িত্বের পাশাপাশি গেমিং, বিনোদন বা প্রযুক্তি শিল্পের গবেষণা ও এনালিসিস য্ করা এবং M&A (মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন) ও বিনিয়োগের সুযোগগুলির মূল্যায়ন বা বিশ্লেষণ করা। এছাড়া নির্বাচিত ক্যান্ডিডেটকে ভারত এবং মেনা অঞ্চলের (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা )জন্য সংস্থার কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়া মূল্যায়ন বা তাতে সহায়তা করতে হবে বলে জানা গিয়েছে।
এই কাজে যোগ দিতে কী কী শর্ত মানতে হবে?
পাবজি কর্পোরেশন প্রদত্ত এই কাজ করতে হলে, কোনো পদপ্রার্থীর ইন্টারেক্টিভ এন্টারটেইন্টমেন্ট, মাল্টিপ্লেয়ার গেমিং এবং আইটি সেক্টরের সম্পর্কে গভীর জ্ঞান, পরামর্শ দানে দক্ষতা এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এছাড়া গেম এবং বিনোদন শিল্প সম্পর্কেও তাদের উৎসাহ থাকা প্রয়োজন।
প্রসঙ্গত উল্লেখ্য , পাবজি এই প্রথমবার ভারতে কাজের সুযোগ সৃষ্টি করছে করছে এমন কিন্তু নয়। এর আগে, গত ২০২০ অক্টোবরেও এই বিশাল গেমিং সংস্থাটি ভারতে তাদের কর্পোরেট ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক হিসেবে যোগ্য ব্যক্তির সন্ধানে আরো একটি কর্মখালির বিজ্ঞাপন দিয়েছিলো ।
তবে এত কিছুর পরেও ভারতে PUBG Mobile ফের স্ব-ভঙ্গিমায় ফিরবে কিনা বা ফিরলেও কবে ফিরবে তা এখনো নিশ্চিত নয়। যদিও এই বিষয়ে পাবজি কর্পোরেশন এবং এর মূল সংস্থা ক্রাফটন কোনোমতেই হাল ছাড়েনি; বরঞ্চ তারা মোবাইল গেমটিকে ভারতে ফিরিয়ে আনার লক্ষ্যে নানা নিরন্তর চেষ্টা করে চলেছে চলেছে। এই একই কারণে সংস্থাটি এদেশে নতুন PUBG: New State গেমটির প্রি-রেজিস্ট্রেশনও শুরু করেনি বলে শোনা গিয়েছে। এবার তারা আট ঘাট বেঁধেই নামতে চায় বলে মনে করা যায় !