বহু প্রতীক্ষার পর অবশেষে আজকে লঞ্চ হলো Oneplus এর নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 9 Pro অবিশ্বাস্য ফাস্ট স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ফ্ল্যাগশিপ প্রসেসর , চোখধাধাঁনো অ্যাডাপ্টিভ ডিসপ্লে, প্রিমিয়াম ক্যামেরা লেন্স , ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম – এরকমই সব নানা রকম সুপার প্রিমিয়াম ফিচারে সজ্জিত হয়ে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করলো Oneplus । জেনে নেওয়া যাক এই নতুন ফ্ল্যাগশিপ ফোন Oneplus র স্পেসিফিকশন্স এবং দাম ।
OnePlus 9 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে :
প্রত্যাশা মতোই Oneplus 9 pro 6.7 ইঞ্চি QHD+ (1440×3216 পিক্সেল) রেজোলিউশনের Fluid AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে Oneplus -এর এই নতুন ফ্ল্যাগশিপ ফোন । কিন্তু সব থেকে বড়ো চমক যেটা সেটা হলো ডিসপ্লেতে LTPO টেকনোলজির সাহায্যে স্মার্ট 120 hz adaptive রিফ্রেশ রেট । এই নতুন প্রযুক্তিতে , কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে রিফ্রেশ রেট পরিবর্তন হবে। যেমন – সাধারণ টেক্সট পড়ার বা ইমেজ ভিউয়ের জন্য জন্য ১ হার্টজ, সিনেমা বা ভিডিও দেখার জন্য ২৪ হার্টজ আর সুপার স্মুথ স্ক্রোলিং করার জন্য ১২০ হার্টজ। এই প্ৰতিবর্তনশীল ডিসপ্লে রেট আসলে ব্যাটারী সাশ্রয় করতে সাহায্য করবে। ওয়ানপ্লাসের দাবি নতুন মডেলের LTPO AMOLED প্যানেল পূর্ববর্তী মডেলের তুলনায় শক্তি খরচ ৫০ শতাংশ হ্রাস করবে। শুধু তাই নয়, হাইপার টাচ সাপোর্ট থাকার ফলে মোবাইলে গেম খেলার সময় টাচ রেসপন্স রেট ৩৬০ হার্টজ পর্যন্ত পৌঁছাতে পারবে। তবে এই ফিচারটি শুধু মাত্র যে সমস্ত গেম সাপোর্ট করে তাতেই কাজ করবে ।আপাতত ফিচারটি পাবজি, কল অফ ডিউটি মোবাইল, লিগ অফ লেজেন্ডেস এর মতো গেমে সাপোর্ট করবে।
পারফরম্যান্স :
OnePlus 9 Pro তে থাকছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর । যেটাকে সাপোর্ট করার জন্য ওয়ানপ্লাস বেশি RAM দিয়ে রেখেছে। ৯ প্রো ৮ জিবি /১২ জিবি র্যাম ও ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে 2250 mH ডুয়াল সেল ব্যাটারি অর্থাৎ মোট 4500 mH ব্যাটারি। এটি Wrap Charge 65T ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনে অ্যান্ড্রয়েড ১১ প্রি-ইনস্টলড অবস্থায় আসবে। ভবিষ্যতে দু বছরের জন্য আপডেট পাওয়া যাবে।
রিয়ার ক্যামেরা :
এই ফ্লাগশিপ ফোনের সব থেকে বড়ো আকর্ষণ হলো এর next gen camera ।দু ৯ প্রো তে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা । যেগুলি হল ফ/1.8 লেন্স সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 প্রাইমারি সেন্সর হলো প্রধান ক্যামেরা। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও রিয়েল-টাইম ডিজিটাল ইমেজ stabilization এবং ইলেকট্রনিক ইমেজ stabilization সাপোর্ট আছে। এছাড়া রয়েছে F/2.2 আল্ট্রা-ওয়াইড freeform লেন্স সহ 50মেগাপিক্সেল Sony IMX766 সেকেন্ডারি সেন্সর, এF/2.4 লেন্সের সঙ্গে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে 30fps-এ 8K ভিডিও ও 30/60/120 fps-এ 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
রিয়ার ক্যামেরাতে থাকছে নানা features – নাইটস্কেপ, টাইমল্যাপস, সুপার ম্যাক্রো, আল্ট্রাশুট HDR , স্মার্ট সিন রিকগনিশন, পোট্রেট মোড, টিল্ট-শিফট মোড, সুপার স্টেবল, ভিডিও নাইটস্কেপ, হাইপারল্যাপস ইত্যাদি ।
ফ্রন্ট ক্যামেরা :
সেলফি ও ভিডিও কলিং করার জন্য OnePlus 9 Pro-র সামনে F/2.4 লেন্স ও ইলেকট্রনিক ইমেজ stabilization সাপোর্ট সহ 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর আছে৷ সেলফি ক্যামেরা দিয়ে 30ps-এ FHD ভিডিও রেকর্ড করার পাশাপাশি টাইম-ল্যাপস ভিডিও শুট করা যাবে৷
ওয়ানপ্লাস নাইন প্রো-র অন্যান্য ফিচারের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিং স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট, ডলবি অ্যাটমস, IP68 রেটিং, ৫জি কানেক্টিভিটি আছে।
OnePlus 9 Pro দাম :
তবে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন কিনতে গেলে ক্রেতাদের পকেট থেকেই বেশ বড়ো একটা অঙ্কই ব্যয় হবে । OnePlus 9 Pro-র 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 64,999 টাকা ও 12 জিবি র্যাম + 256জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনার জন্য খরচ করতে হবে 69,999 টাকা৷ পাইন গ্রিন, স্টেলার ব্ল্যাক, মর্নিং মিস্ট কালার অপশনে এটি পাওয়া যাবে৷ ওয়ানপ্লাস ৯ প্রো এখন অর্ডার করা যাচ্ছে৷
OnePlus 9 Pro-র সাথে সাথে এই সিরিজের OnePlus 9, OnePlus 9R ফোন দুটিও আজ লঞ্চ হয়েছে।