2021 -এর শুরু থেকেই রিয়েলমি একের পর এক নতুন ফোন লঞ্চ করেই চলেছে। Realme X7 সিরিজ দিয়ে  শুরু, তারপর, Realme Narzo 30 সিরিজ, আর  সব শেষে কাল লঞ্চ হল Realme 8 সিরিজ। এই সিরিজের প্রিমিয়াম মডেল হিসাবে Realme 8 Pro এবং Realme 8  এই   দুটি ফোন মার্কেটে আনা হয়েছে। Realme 8 Pro- র মূল আকর্ষণ ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। এছাড়াও, রিয়েলমি ৮ প্রো ফোনে  প্রসেসর হিসাবে থাকছে সেই পুরনো প স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, এবং 8500 mH ব্যাটারি।  Realme 8 Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

 

Realme 8 Pro এর দাম

রিয়েলমি ৮ প্রো-র ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা ও ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটি মোট তিনটি কালারে পাওয়া যাবে – ইনফিনিট ব্ল্যাক, ইনফিনিট ব্লু, ও ইলিউমিনিটি ইয়েলো। আজ থেকে দুপুর ১২টায় Flipkart ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Realme.com থেকে ফোনটির সেল শুরু হবে। লঞ্চ অফার হিসাবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা Realme 8 Pro এর ওপর ১০ শতাংশ ছাড় পাবে।

Realme 8 Pro এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৮ প্রো-তে পাবেন Full HD  রেজোলিউশনের ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল HD +(১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ ও  পিক ব্রাইটনেস ১০০০ নিটস। ফোনটি ওজনে ১৭৬ গ্রাম ও ৮.১ মিমি পাতলা। এটি স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেটে চলবে। সাথে আছে Adreno 618  জিপিইউ। এই ফোনটি ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি UFS 2.1 স্টোরেজ পাওয়া যাবে।

Realme 8 Pro-র প্রধান আকর্ষণ এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ । যার F/1.88  অ্যাপারচার সহ প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM2 সেন্সর। এছাড়াও বাকি তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর (এফ/২.৪৫ অ্যাপারচার)।

রিয়েলমি ৮ প্রো অ্যান্ড্রয়েড ১১ এর উপর বানানো Relame UI 2.0 কাস্টম OS এ রান করবে। ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে ৫০ ওয়াট সুপার ডার্ট চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। যদিও রিয়েলমি ফোনটির সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জার শিপিং করছে। এই ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৫মিমি হেডফোন জ্যাক ও মাইক্রোএসডি কার্ড স্লট। ফোনটির ওজন কোম্পানি এমন রাখার চেষ্টা করেছে যাতে খুব সহজেই ক্যারি  করা যায়- Realme 8 Pro এর ওজন ১৭৬ গ্রাম।  সব মিলিয়ে Realme 8 Pro ক্রেতাদের মধ্যে বিপুল চাহিদা তৈরী করবে এমনটাই Realme  কোম্পানি আশাবাদী।

Tagged in:

,