গ্লোবাল মার্কেটে গত ২২ মার্চ আগেই লঞ্চ হয়ে গেছে ,অবশেষে আজ ভারতে আসছে Poco X3 Pro। গতবছর লঞ্চ হওয়া বেস্ট মিডরেঞ্জ ফোন  Poco X3 এর এই আপগ্রেডেড ভার্সন  হচ্ছে Poco X3 Pro . মিডরেঞ্জ এই ফোন একদম ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।সাথে  আছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, 5020 mH এর ব্যাটারি ব্যাকআপ, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Poco X3 Pro ভারতে  Flipkart থেকে কিনতে পাওয়া যাবে।

Poco X3 Pro-র  স্পেসিফিকেশন

Poco X3 Pro  ফোনের প্রধান সেলিং পয়েন্ট হলো এর ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 860।  তবে ডিসপ্ল্যের দিক দিয়ে অনুরাগীদের কিছুটা হতাশাই করেছে POCO . ডিসপ্লে হিসাবে এই ফোন হয়েছে  ফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে 6.67 ইঞ্চি ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে । হ্যাঁ AMOLED ডিসপ্লে নেই।   ডিসপ্লে কে রক্ষা  করতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 6 প্রোটেকশন।    পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকছে 5020 mH ব্যাটারি। যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। আবার পিছনে আছে কোয়াড ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

Poco X3 Pro কখন লঞ্চ হবে এবং লঞ্চ ইভেন্ট কিভাবে দেখতে পারবেন

Poco X3 Pro  দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। কোম্পানি এর জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট POCO ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করেও এই ইভেন্ট সরাসরি দেখতে পারেন।

Poco X3 Pro দাম

Poco X3 Pro গ্লোবাল মার্কেটে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হয়েছিল। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল ২৪৯ ইউরো (প্রায় ২১,৪৯০ টাকা) ও ৮ জিবি র‌্যাম + ২৫৩ জিবি স্টোরেজের দাম ছিল ২৯৯ ইউরো (প্রায় ২৫,৮০০ টাকা)। তবে গতবার যেমন গ্লোবাল মার্কেট থেকে ভারতে poco X3 র দাম কিছুটা কম হয়েছিল , সেই সুবাদে বলা যায় ভারতে সম্ভবত ১৮০০০ টাকায়  লঞ্চ হবে।

 

Tagged in:

,