প্রতিশ্রুতি মতোই গতকাল অফিসিয়ালভাবে  Samsung ভারতে তার নতুন ট্যাবলেট ডিভাইস, Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite-এর দামের ঘোষণা করল। তারা দুটো আলাদা প্রাইস রেঞ্জ রেখেছে এই ট্যাব দুটির। Galaxy Tab S7 FE প্রিমিয়াম রেঞ্জে আসায় এর দাম শুরু ৪২,৯৯৯ টাকা থেকে। অন্য দিকে, বাজেট ফ্রেন্ডলি Galaxy Tab A7 Lite-এর দাম ১১,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। ট্যাবলেট দু’টি অ্যামাজন, ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইট, এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। ২৩ জুন থেকে Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite-এর সেল শুরু হবে। এই ডিভাইস দু’টির স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab S7 FE

ফ্ল্যাগশিপ ট্যাবে ১২.৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। যা ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট এবং WQHD রেজোলিউশন (২৫৬০x১৬০০ পিক্সেল) অফার করবে। ট্যাবটি স্ন্যাপড্রগন ৭৫০জি প্রসেসর দ্বারা পরিচালিত, সঙ্গে আছে ৪ জিবি / ৬ র‌্যাম ও ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা থাকছে।

গ্যালাক্সি ট্যাব এস৭ এফই-এর সামনে ৫ মেগাপিক্সেল ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবে ১০,০৯০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৭ এফই অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে চলবে।

Samsung Galaxy Tab S7 FE এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৪২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ট্যাবটি লঞ্চ হয়েছে। মিস্টিক ব্ল্যাক, মিস্টিক পিঙ্ক, মিস্টিক গ্রীন, এবং মিস্টিক সিলভার কালার অপশনে ডিভাইসটি কেনা যাবে।

Samsung Galaxy Tab A7 Lite

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটে ৮.৭ ইঞ্চি টিএফটি এইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে। ট্যবটি মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসরে দ্বারা পরিচালিত হবে। ৩ জিবি / ৪ র‌্যাম ও ৩২ জিবি / ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে ট্যাবটি পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট-এর সামনে ২ মেগাপিক্সেল ও পিছনে ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যা ১৫ ওয়াট অ্যাডাপ্টিভ ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। দুর্দান্ত সাউন্ডের জন্য ট্যাবে ডলবি অ্যাটমস সহ স্টিরিও স্পিকার আছে। সফটওয়্যারের দিক থেকে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট অ্যান্ড্রয়েড ১১, ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে রান চলবে। ট্যাবটি স্টাইলাস পেন, 5G কানেক্টিভিটি, Samsung DeX সাপোর্ট করবে।

Galaxy Tab A7 Lite-এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অবশ্য এখনো পর্যন্ত Samsung জানায়নি ।

Tagged in:

,