দিনের পর দিন যেভাবে বিদ্যুতের দাম বেড়েই চলেছে সেই কথা মাথায় রেখে গুজরাট বেসড কোম্পানি Orpat Group লঞ্চ করল MoneySaver নামের একটি স্মার্ট ফ্যান।  পাঁচ দশক ধরে বিশ্বের প্রায় পঁয়তাল্লিশটি দেশে নিরন্তরভাবে ব্যবসা করে যাওয়া Orpat ভারতেও খুবই জনপ্রিয় ব্র্যান্ড ।  এবার তাদের বানানোএলডিসি (BLDC) প্রযুক্তি দ্বারা  সম্মৃদ্ধ MoneySaver  ফ্যান প্রায় প্রায় ৬৫% বিদ্যুৎ সাশ্রয় করবে।  শুধু তাই নয় এই এছাড়াও  নানান নতুন নতুন ফিচারের সমাহার। স্মার্ট ফ্যান  শুনলেই যেমন মনে হয় অনেক দামি হবে কিন্তু এক্ষত্রে একেবারেই সেরকম নয়। সাধারণ ফ্যানের চেয়ে এই ফ্যানটি যথেষ্ট সাশ্রয়ী কারণ ফ্যানটি চলতে যৎসামান্য বিদ্যুৎ খরচ হয় এবং এই বিষয়টি ফ্যানটির নাম দেওয়া হয়েছে MoneySaver  স্মার্ট ফ্যান ।  আসুন জেনে নেওয়া যাক MoneySaver স্মার্ট ফ্যানটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার।

MoneySaver স্মার্ট ফ্যানের স্পেসিফিকেশন এবং ফিচার

সাশ্রয়ী মূল্যের স্মার্ট পণ্য হিসাবে, MoneySaver স্মার্ট  ফ্যানটির মূল বৈশিষ্ট্য হল, এটি বিদ্যুৎ বিলের ব্যয় হ্রাস করে। একইসঙ্গে বিভিন্ন প্রযুক্তির মেলবন্ধনে তৈরী হওয়ার কারণে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, ফলে গ্ৰাহকদের সুবিধা দ্বিগুণ হয়ে যায়। এছাড়া আপনি যদি এটি কে  ইনভার্টারের মাধ্যমে চালান  , তখন  একটি সাধারণ ফ্যানের চেয়ে স্মার্ট ফ্যানটি তিনগুণ বেশী সার্ভিস প্রদান করে এবং ভোল্টেজের তারতম্য হলেও যথেষ্ট স্থিতিশীল ভাবেই কাজ করে।

বি ফাইভ স্টার (BEE 5 Star) রেট প্রাপ্ত স্মার্ট ফ্যানটি চলতে মাত্র ২৮ ওয়াট (W) বিদ্যুৎ খরচ হয়, উল্লেখ্য একটি সাধারণ ফ্যানে খরচ হয় ৭৫ ওয়াট (W) বিদ্যুৎ। যার ফলে বাৎসরিক ৬৫ শতাংশেরও বেশী বিদ্যুৎ বিল সাশ্রয় হয়। ইনভার্টারে চলার সময়, ফ্যানটি সাধারণ ফ্যানের চেয়ে তিনগুণ বেশী সার্ভিস দেয়। ভোল্টেজের তারতম্য হলেও মানিসেভার স্মার্ট ফ্যানটি সাধারণ ফ্যানের চেয়ে দ্বিগুণ স্থিতিশীলতা প্রদান করে। পাশাপাশি, ফ্যানটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে বিদ্যুতের ভোল্টেজ যদি ১৬০ ভোল্টের (Volt) চেয়ে কমে যায় বা ২৬০ ভোল্টের (Volt) চেয়ে বেড়ে যায় তবুও ফ্যানটি ৩৭০-৩৮০ আরপিএম (RPM) বেগে ঘোরে এবং সমান পরিমাণ হাওয়া নির্গমন করে। একটি সাধারণ ফ্যান কখনই ভোল্টেজের তারতম্যে সমান আরপিএম (RPM) ও হাওয়া প্রদান করে না।

অরপ্যাট গ্ৰুপ এই প্রথম কোনো এন্ট্রি লেভেল ফ্যানে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ন্ত্রণের সুবিধা দিয়েছে। রঅর্থাৎ একটি মোবাইলের মাধ্যমে আপনি app এর সাহায্যে  খুব সহজে  ফ্যানটির গতিবেগ কমাতে বা বাড়াতে পারবেন । এছাড়া স্মার্ট রিমোটটিতে আছে স্লিপ, বুস্টার এবং টাইমার মোড। ফ্যানটি একটি এলইডি (LED) লাইটের সাথে এসেছে। ফ্যানটি একেবারেই নয়েজলেস ফলে কোনো শব্দ হয় না। পাশাপাশি, ফ্যানটি অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজির সাথে এসেছে যা ৯৯.২ শতাংশ পর্যন্ত জীবাণু নাশ করে বলে সংস্থা দাবী করে।

একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, সংস্থা হিসাবে মানিসেভার স্মার্ট ফ্যান রেঞ্জ প্রতি বছর ৩.৩ বিলিয়ন কেজি কয়লা খরচ কমিয়ে দেয় এবং কার্বন নিঃসরণের পরিমাণ ৬.৬ বিলিয়ন কেজি হ্রাস করে।

অরপ্যাট গ্ৰুপের ডিরেক্টর, নেভিল প্যাটেল বলেছেন, “আমরা বিশ্বাস করি যে একটি সাশ্রয়ী মূল্যের প্রযুক্তি নির্ভর পণ্য আমাদের গ্রাহকদের সবচেয়ে বেশি প্রয়োজন। ভারত ফ্যানের ক্ষেত্রে একটি বিশাল বাজার। ক্রমবর্ধমান প্রযুক্তিপ্রেমী মানুষ, জলবায়ু সংক্রান্ত সমস্যা, পরিবেশ বান্ধব পণ্যগুলির জন্য সরকারের বাড়তি চাপ এবং কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করার প্রয়োজন, এই সবকিছু একাকার হয়ে আমাদের নতুন সিরিজ মানিসেভার স্মার্ট ফ্যানই পারবে এত সাশ্রয়ী মূল্যে ভোক্তা এবং দেশ উভয়ের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে।”

MoneySaver স্মার্ট ফ্যানের দাম

অরপ্যাট গ্ৰুপ কর্তৃক লঞ্চ হওয়া মানিসেভার স্মার্ট ফ্যানটির দাম ধার্য করা হয়েছে ৩,১০০ টাকা।

Tagged in:

,