টেক জায়ান্ট Huawei সম্প্রতি একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করেছিল। এই ইভেন্টে Mate Xs 2 নামের একটি নয়া ফোল্ডেবল স্মার্টফোনের পাশাপাশি তারা একটি নতুন ট্যাবলেট দেশীয় বাজারে লঞ্চকরলো –Huawei MatePad SE । । Huawei MatePad SE নামের এই ট্যাবলেট পরবর্তী নবীন প্রজন্মের জন্য নিয়ে আসা হয়েছে।সাশ্রয়ী মূল্যের এই ট্যাবলেটে FHD ডিসপ্লে প্যানেল, ৪ জিবি র্যাম, হারমান কার্ডনের অত্যাধুনিক কাটিং-এজ সাউন্ড টেকনোলজি, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।আর অন্যান্য সব ট্যাবলেটের মতোই , এই নয়া ট্যাবলেটকে দুটি কানেক্টিভিটি অপশনের সাথে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চলুন Huawei MatePad SE ট্যাবলেটের দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Huawei MatePad SE ফিচার ও স্পেসিফিকেশন
Huawei MatePad SE ট্যাবলেটকে একদম টেক এন্থুসিয়াস্ট যুব-প্রজন্মকে লক্ষ্যে রেখে নিয়ে আসা হয়েছে।ছাত্র ছাত্রীদের জন্য আদর্শ ট্যাবলেট হলো Huawei MatePad SE এতে একাধিক শিক্ষা কেন্দ্রিক ‘ইন্টারেক্টিভ’ ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। নবাগত এই ডিভাইসে পুরু বেজেল পরিবেষ্টিত একটি ১০.১ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,২০০ পিক্সেল) IPS ডিসপ্লে রয়েছে, যা ৮০% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ বর্তমান।
নয়া Huawei MatePad SE ট্যাবটি হারমোনিওএস ২.০ ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। অডিও ফ্রন্টের কথা বললে, এই ট্যাবলেটে হুয়াওয়ে হিস্টেন ৭.০ সাউন্ড এফেক্ট এবং হারমান কার্ডনের অত্যাধুনিক কাটিং-এজ সাউন্ড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য উক্ত ডিভাইসে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, হুয়াওয়ের এই নতুন ট্যাবলেটটি দুটি কানেক্টিভিটি ভ্যারিয়েন্টে এসেছে – ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই + LTE। Huawei MatePad SE ট্যাবলেটের ওজন প্রায় ৪৫০ গ্রাম।
Huawei MatePad SE দাম এবং কোথায় কিনবেন
Huawei MatePad SE ট্যাবলেট দুটো ভেরিয়েন্টে এসেছে। ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম ১,৪৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ১৭,৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ওয়াই-ফাই + LTE ভ্যারিয়েন্টের দাম থাকছে ১,৬৯৯ ইউয়ান বা প্রায় ১৯,৬০০ টাকা। এই ডিভাইসকে বর্তমানে শুধুমাত্র চীনে উপলব্ধ করা হয়েছে এবং আগামী ৬ই মে থেকে চীনের বাজারে এটির ফাস্ট-সেল শুরু হবে৷ সংস্থাটি তাদের এই লেটেস্ট তথা সাশ্রয়ী মূল্যের ট্যাবলেটকে ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে কিনা তা এখনও জানা যায়নি।