আজকালকার যুগে  মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে  প্রযুক্তির   ভূমিকা যে অনেকটাই  সে কথা না বললেও চলে। সময়ের সাথে সাথে  প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের ফলে বিভিন্ন ধরনেরইলেক্টনিক  গ্যাজেট আমাদের  আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ এখন । এই অসংখ্য গ্যাজেটর ভিড়ে  স্মার্টওয়াচ যে অন্যতম, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।  আর এই চাহিদার কথা মাথায় রেখে, জনপ্রিয় ভারতীয় ওয়্যারেবল ব্র্যান্ড বোট (boAt), একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। সদ্য আসা এই স্মার্টওয়াচটির নাম দেওয়া হয়েছে boAt Watch Xtend। গত মাসেই এই ওয়াচটির একটি ছোট্ট  টিজার প্রকাশ করেছিল boAt।  এত দিন পর্যন্ত মার্কেটে বোটের চারটি স্মার্টওয়াচ পাওয়া যেত , এবার  এই নতুন boAt Watch Xtend লঞ্চের পর  সংখ্যাটা পাঁচে গিয়ে দাঁড়াল। নতুন বোট ওয়াচ এক্সটেন্ড স্মার্টওয়াচটির মূল বৈশিষ্ট্য হল, এটিতে আছে বিল্ড-ইন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা, ফলে আপনি রিমাইন্ডার ও অ্যালার্ম সেট করতে এবং প্রশ্ন জিজ্ঞাসা করার পাশাপাশি আরও একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য ঘড়িটিতে একটি ১.৬৯ ইঞ্চির এলসিডি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে রয়েছে। আসুন boAt Watch Xtend-এর মূল্য,কোথায় কিনবেন , স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

 

boAt Watch Xtend-এর স্পেসিফিকেশন এবং ফিচার

বোট ওয়াচ এক্সটেন্ড স্মার্টওয়াচের স্পেসিফিকেশনের কথা বললে, এতে ১.৬৯ ইঞ্চির এলসিডি (LCD) ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে আছে। আপনি এই স্মার্ট ওয়াচ টি কন্ট্রোল করতে পারবেন আবার বোট ওয়েভ (boAt Wave) অ্যাপের মাধ্যমে।  সেই  অ্যাপে পঞ্চাশটিরও বেশী ক্লাউড ওয়াচ ফেস পাওয়া যাবে। এতো বেশি ওয়াচ ফেস শাওমি ছাড়া আর কোনো কোম্পানি দেয় না।  অ্যাপে টাইম সেট করা থাকলে স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এর মানে কিন্তু এই নয় যে, ব্রাইটনেস কমাতে বা বাড়াতে কোনো ম্যানুয়াল পদ্ধতির প্রয়োজন পড়বে না। এছাড়া অন্যান্য বোট স্মার্টওয়াচের মতো এটিতে আছে মিউজিক কন্ট্রোল, ফাইন্ড মাই ডিভাইস ফিচার, ডিএনডি (DND) এবং ওয়েদার ফোরকাস্ট। ওয়াচটি ৫এটিএম (ATM) রেটিং প্রাপ্ত, ফলে ৫০ মিটার পর্যন্ত জলের নীচেও কোনো রকম ক্ষতি হবে না।

আবার boAt Watch Xtend স্মার্টওয়াচটিতে আছে হার্ট রেট ট্র্যাকিং, অক্সিজেন লেভেল মনিটরিং এবং স্লিপ মনিটরিং ফিচার। এছাড়া ফিটনেসের জন্য ১৪ টি আলাদা স্পোর্টস মোড আছে যেমন, ইন্ডোর ওয়াকিং, আউটডোর ওয়াকিং, আউটডোর সাইক্লিং, হাইকিং যোগা, ওয়ার্কআউট, ওপেন ওয়াটার সুইমিং, পুল সুইমিং, ইন্ডোর রানিং, ক্রিকেট, রোয়িং, এলিপটিক্যাল, স্পিনিং বাইক এবং আউটডোর রানিং। ব্যাটারী  ব্যাকআপ বেশ চলনসই।এতে একটি ৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যেটি ফুল চার্জে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত চলবে। এছাড়া, ঘড়িটি কল, টেক্সট, অ্যালার্ম, হাইড্রেশন এবং থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া অ্যাপের যে কোনো নোটিফিকেশন প্রদর্শন করে।

boAt Watch Xtend-এর মূল্য এবংকোথায় কিনবেন

বোট ওয়াচ এক্সটেন্ডের প্রাথমিক মূল্য নির্ধারণ হয়েছে ২,৯৯৯ টাকা। ওয়াচটি আজ অর্থাৎ ৭ ই জুলাই থেকে ই-কমার্স সাইট অ্যামাজন এবং বোটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।
ওয়াচটি ওলিভ গ্ৰিন, স্যান্ডি ক্রিম, পিচ্ ব্ল্যাক এবং ডিপ ব্লু রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। boAt Watch Xtend সব থেকে কম দামে কিনুন  এখান  থেকে

Tagged in:

,