গত কয়েক সপ্তাহ ধরে মোবাইল রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধির খবরে সবসময় সরগরম হয়ে রয়েছে গোটা দেশ।  জিনিসটি সাধারণ মানুষের কাছে এক বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরের শেষদিক থেকেই দেশের প্রায় সবকটি টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% বাড়িয়ে দিয়েছে, যার ফলে কিছু ক্ষেত্রে ৩৬৫ দিন মেয়াদের রিচার্জ প্ল্যানের দাম প্রায় ৩,০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে! তাই গ্রাহকদের কপালে গভীর দুশ্চিন্তার ভাঁজ দেখা দেওয়া খুবই স্বাভাবিক।

এমত পরিস্থিতিতে গ্রাহকদের ভরসা জোগাচ্ছে ভারতের সরকারী মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এমনিতেই সংস্থাটির রিচার্জ প্ল্যানগুলির দাম দেশের অন্যান্য টেলিকম অপারেটরদের তুলনায় অনেক কম। আবার অন্যান্য কোম্পানিগুলি দাম বাড়ানোর পরেও সংস্থাটি সেই পথে হাঁটেনি। তাই এই প্রতিবেদনে আমরা BSNL-এর বেশ কয়েকটি সস্তা দীর্ঘমেয়াদী প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

১. বিএসএনএল-এর বেস বার্ষিক ট্যারিফ প্ল্যানের দাম ১,৪৯৯ টাকা, যাতে ৩৬৫ দিনের জন্য ২৪ জিবি ডেটা এবং আনলিমিটেড ফ্রি ভয়েস কল সহ প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়।

২. বিএসএনএল-এর অপর একটি অ্যানুয়াল প্ল্যানের দাম ১,৯৯৯ টাকা। এতে ৩৬৫ দিনের মেয়াদে ৫০০ জিবি ডেটার পাশাপাশি ১০০ জিবি অ্যাডিশনাল ডেটা, অর্থাৎ মোট ৬০০ জিবি ডেটা পাওয়া যাবে। এই লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৮০ কেবিপিএস হবে। এর সাথে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা। এর সঙ্গে ব্যবহারকারীরা পাবেন ৩৬৫ দিনের জন্য আনলিমিটেড সং চেঞ্জ অপশনের সঙ্গে ফ্রি PRBT এবং Lokdhun content সহ Eros Now এন্টারটেনমেন্ট সার্ভিসের অ্যাক্সেস।

৩. বিএসএনএল-এর ২,৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি এখন ৪২৫ দিনের মেয়াদসহ উপলব্ধ। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে দ্রুতগতির ডেটা পাওয়া যায়, তবে এই ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৮০ কেপিবিএস হয়ে যাবে। সাথে রয়েছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও ১০০টি করে এসএমএস-এর সুবিধা। এটি একটি প্রোমোশনাল অফার, তাই ৩১ ডিসেম্বরের আগে এই প্ল্যানটি রিচার্জ করলেই তবে গ্রাহকরা ৪২৫ দিন ধরে সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন।

Tagged in:

,