বর্তমানে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্ক কে নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। শুরুতেই একটা প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। এলন মাস্ক কিন্তু টেসলা মোটরস প্রতিষ্ঠা করেননি। আসলে ২০০৩ সালে মার্টিন এবারহার্ড এবং মার্ক টারপেনিং টেসলা মোটরস প্রতিষ্ঠা করেন। কিন্তু কোম্পানির প্রথম  fundraising campaign এ মাস্ক একটি বিশাল পরিমাণ অর্থ ইনভেস্ট করেছিলেন। যা পরের বছর তাঁকে বোর্ড চেয়ারম্যানের পদ এনে দিতে সাহায্য করে। এই ভাবে ধীরে ধীরে নিজের অধিকার বিস্তার করে অবশেষে ২০০৮ সালে টেসলার CEO হন এলন মাস্ক।

এই টেসলা মোটরসের সাফল্যের পরই মাস্ককে আর পিছন ফিরে তাকাতে হয় নি। এরপর তিনি টেসলা মোটরস  এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সংস্থা spacex (এটির প্রতিষ্ঠাতা কিন্তু এলন মাস্ক ই ) এর পোস্টার বয়  হয়ে ওঠেন। শুধু টেসলা মোটরস বা spacex ই নয় , সব সময়ই বিভিন্ন কারণে মাস্ক নেটদুনিয়ার প্রচারের শীর্ষে থাকেন তাঁর বিচিত্র সব কাজের জন্য। যেমন নিজের সন্তানের নাম দেওয়া X Æ A-Xii বা তাঁর  মধ্যরাতের ক্রিপ্টিক টুইট।

কিন্তু এই সব কিছু ছাড়িয়া সব তাঁর  জনপ্রিয়তার সব থেকে বড়ো  কারণ মনে হয় তাঁর  বিশাল সম্পদ।  ২০২০ সালে, তাঁর মোট সম্পদ ছিল $24.6 বিলিয়ন, যা তাকে ফোর্বসের বিলিয়নেয়ারদের তালিকায় 31 তম স্থানেজায়গা দিয়েছিলো । এরপর ২০২১ সালে যখন ফোবর্স   বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে ,দেখা যায়  মাস্ক  তাঁর  $151 বিলিয়ন সম্পদের জন্য ,একটি বিশাল লাফ দিয়ে একেবারে  দ্বিতীয় স্থানে উঠে আসেন।  $177 বিলিয়ন নিয়ে তখনও শীর্ষে আমাজনের জেফ বেজোস।  কিন্তু এরপর spaceX  এর একের পর এক সাফল্যের সাথে রকেট লঞ্চের পর বর্তমানে $249 নিয়ে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক।

 

কিছু দিন আগে প্রায় $6 billion এর টেসলা শেয়ার বিক্রি করা বা ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেওয়ার পরও বর্তমানে এলনের যা পরিমান সম্পদ আছে তা কল্পনা করা কার্যত অসম্ভব।  পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যে ভাবে ধারণা করা সাধারণ ভাবে অসম্ভব ঠিক সেই ভাবেই এলনের  সম্পদের ধারণা সরাসরি করা যাবে না।  কিন্তু এই বিষয়ে একটি মোটামুটি ধারণা করতে Uk -based অটোমোবাইল লিজিং কোম্পানি সিলেক্ট কার লিজিং একটি মজার (বা খুবই ডিপ্রেসিং ) একটি ক্যালকুলেটর  বানিয়েছে। আপনি ওয়েবপেজটি খোলার সাথে সাথে, একটি timer এবং ticker স্টার্ট হয়ে যায় এবং  মাস্কের উপার্জনের টিকারের সংখ্যা বাড়তে শুরু করে, যাতে আপনি দেখতে পারেন যে আপনি ওই website টি তাতে যত সময় ব্যয় করার সময় করছেন  সেই টুকু সময়ের তিনি কত টাকা উপার্জন করেন।

আর আপনার সারা জীবনের সঞ্চয় বা একমাসের স্যালারী উপার্জন করতে এলনের  কত সময় লাগে জানতে চান ? ওয়েবপেজটির নীচে স্ক্রোল করুন এবং বাক্সে আপনার বার্ষিক বেতন বা আনুমানিক নেট মূল্য লিখুন। মুহূর্তে আপনার সম্পদ উপার্জন কত সময়ের মধ্যে এলন করেন তার পরিসংখ্যান চলে আসবে সাথে এক্সট্রা হিসাবে কিছুটা হতাশা বা অনুপ্রেরণাও আসতে  পারে।

Tagged in:

,