সবার সব প্রেডিকশনকে উল্টে দিয়ে হঠাৎ করে  ৯ তারিখ রাতেই Pixel 5a ডিভাইসটির লঞ্চের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সার্চ ইঞ্জিন  টেক জায়ান্ট Google। তবে শুধু Pixel 5a স্মার্টফোন নয়, শোনা  যাচ্ছে এবার Google  এবার বাজারে আনতে  চলেছে একটি স্মার্টওয়াচও। জনপ্রিয় টিপস্টার জন প্রোসার সম্প্রতি Google Pixel Watch নামক সম্ভাব্য একটি আধুনিক ঘড়ির ডিজাইন ফাঁস করেছেন। ওই ফাঁস হওয়া ছবিগুলিতে স্মার্টওয়াচটি কেমন দেখতে হবে তার আভাস মিলেছে এবং স্মার্টওয়াচটি Google-এর নিজস্ব Android WearOS-এ চালিত হবে বলে জানা গিয়েছে। এছাড়াও , এই টিপ্সটার দাবি করেছেন যে, স্মার্টওয়াচটিতে বেজেল-কম ডিজাইন যুক্ত স্ক্রিন এবং এটির বৃত্তাকার কেস ডিজাইন ইউজারকে প্রিমিয়াম লুক দেবে।অর্থাৎ এটি বাজেট সেগমেন্টে থাকবে না প্রিমিয়াম রেঞ্জ প্রাইস ক্যাটাগরীতে আসবে।

শুধু তাই নয়, প্রোসারের মতে আপাতত গুগলের ইন্টারনাল টিমের জন্য এই পিক্সেল (Pixel) ওয়াচটির কোড নাম দেওয়া হয়েছে রোহান (Rohan)। অন্যদিকে এটির বেজেল-কম ডিসপ্লের ডান প্রান্তে একটি বড়ো  বাটন থাকবে বলে তিনি দাবি করেছেন যা সম্ভবত পাওয়ার এবং মাল্টি ফাংশন কী হিসেবে কাজ করবে। আবার, ঘড়িটি ব্ল্যাক এবং সিলভার কেস ডিজাইনসহ আসবে বলে আশা করা হচ্ছে, আর সাথে যেটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার এই স্মার্টওয়াচটি প্রায় ২০টি স্ট্র্যাপ বিকল্পের সাথে  আসবে । অর্থাৎ গ্রাহকরা নিজের ইচ্ছা মতো কালার এবং ডিজাইনের স্ট্র্যাপ পছন্দ করতে পারবেন

প্রোসার সাথে ইঙ্গিত দিয়েছেন ,  এটি অক্টোবরে লঞ্চ হবে। কিন্তু এই টিপস্টার, সম্ভাব্য ডিভাইসটির সম্পর্কে অন্যান্য কোনো বিশদ প্রকাশ করেননি। তাঁর  শেয়ার করা রেন্ডারগুলি দেখে মনে হচ্ছে ঘড়ির ইউআই বা ইউজার ইন্টারফেসে হার্ট রেট মনিটরিং সিস্টেমের জন্য বিশেষ ডিজাইন থাকবে।

প্রসঙ্গত, Google Pixel Watch যে অন্যান্য বাজার চলতি স্মার্টওয়াচ গুলির থেকে আরো অনেক বেশি ফীচার সমৃদ্ধ এবং প্রিমিয়াম হবে সেটা বলাই বাহুল্য।

Tagged in:

,