ফিজিক্যাল বইয়ের তুলনায় Kindle eReader এর মতো ইবুক রিডিং ডিভাইসের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এর অন্যতম কারণ অবশ্যই পোর্টাবিলিটি বা বহন ক্ষমতা। এই সব ইবুক রিডারের মধ্যে আপনি সহজেই হাজার হাজার বই ক্যারি করতে পারবেন।শুধুমাত্র একটি বইই কিন্ডলের থেকে ভারী হয়। কিন্তু ঠিক কত গুলো বই ক্যারি করা যায় kindle এ ? চলুন আজকে তারই একটু হিসাব করা যাক
একটা ইবুক কত জায়গা নেয় ?
kindle এ কত গুলো বই ধরে সেই হিসাব করতে গেলে সব থেকে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে – একটা ইবুক কত টা স্টোরেজ স্পেস বা জায়গা নেয় ? পাতায় ছাপা বই নানা আকারে আসে – কোনো বই ৫০ পাতা কোনো বই ২০০০ পাতার। ঠিক সেই ভাবে ইবুক ও নানা সাইজের হয়। সাধারণত মাত্র 100 পৃষ্ঠার একটি ছোট বই শুধুমাত্র 1-2MB স্টোরেজ গ্রহণ করবে। এদিকে, আবার কিছু কিছু পাঠ্যপুস্তক প্রায় 1GB পর্যন্ত হতে জায়গা নিতে পারে। বিষয়টা নির্ভর করছে কোন DPI বা ডেন্সিটি পার পিক্সেলে সেটি বানানো হয়েছে তাতে কত গুলো ছবি আছে এই সব ফ্যাক্টরের উপর। কিন্তু এই ১জিবির উপর সাইজের বইয়ের সংখ্যা খুবই কম। বেশিরভাগ বই 500 পৃষ্ঠার নিচে, যা বেশিরভাগ ইবুককে 1-5MB পরিসরে রাখে। তাই একটি কিন্ডলে কতগুলি ইবুক ফিট হতে পারে তা অনুমান করতে আমরা প্রতি ইবুক 2MB করে জায়গা ন্যায় ধরে একটা গড় এস্টিমেট করার চেষ্টা করবো।
একটি কিন্ডলে কত টা স্টোরেজস্পেস থাকে ?
একটা ইবুক কত জায়গা নেয় এই প্রশ্নের পর সব থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্ৰশ্ন হলো -একটি কিন্ডলে কত টা স্টোরেজস্পেস থাকে। বর্তমানে Kindle eReader এর মোট ৫টি মডেল বাজারে চালু আছে এবং প্রতিটির বেস স্টোরেজ 8GB। যদিও Kindle Paperwhite এবং Kindle Oasis-এর মতো প্রিমিয়াম eReader এর 32GB সংস্করণ রয়েছে। এবার এই যে স্টোরেজ স্পেস আছে তাতে প্রায় ২ GB মতো স্টোরেজ কিন্ডলের অপারেটিং সিস্টেমই নিয়ে নেয়। সোজা কোথায় বলতে গেলে সংক্ষেপে, আপনার 8GB কিন্ডলে আসলে প্রায় 6GB স্টোরেজ রয়েছে বই স্টোর করার , যেখানে 32GB কিন্ডলে প্রায় 30GB রয়েছে।
কতগুলি বই আপনি ডাউনলোড করতে পারেন ?
চলুন একটু অংক করা যাক। 1GB মানে হলো 1,000MB স্টোরেজ। খেয়াল করবেন এটি MB অর্থাৎ মেগাবাইটস , Mb বা মেগাবিটস নয়। যদি আমরা এটিকে 2MB দ্বারা ভাগ করি( যা একটি ইবুকের গড় আকার হিসাবে আমরা ধরেছিলাম ) . তাহলে আপনি প্রতি GB স্টোরেজের জন্য আপনি প্রায় 500টি ইবুক দেখছেন৷ তার মানে একটি 8GB কিন্ডল পেপারহোয়াইট-যার আসলে 6GB স্টোরেজ রয়েছে-এতে প্রায় 3,000টি ইবুক থাকতে পারে। যদি এতেও আপনি সন্তুষ্ট না হন তাহলে 32GB Kindle Oasis- কিনতে পারেন। যাতে আসলে প্রায় 30GB স্টোরেজ রয়েছে-যা মোটামুটি 15,000 টি ইবুক ধারণ করতে পারে।
এই বইগুলির ওজন কেমন হবে ?
চলুন আর একটি মজা করা যাক।কল্পনা করুন যে আপনি আক্ষরিক অর্থেই আপনার কাছে প্রায় 3,000 বা 15,000 টি পাতায় ছাপা বই রয়েছে। সেই বইগুলির কত ওজন হবে ? যদিও বিভিন্ন বইয়ের আকার অনুযায়ী ওজন আলাদা আলাদা।
300 পৃষ্ঠার একটি গড় 6×9 পেপারব্যাক উপন্যাসের ওজন 450 gm । 3,000 গড় পেপারব্যাকের ওজন হবে 135 Kg। 15,000 গড় পেপারব্যাকের ওজন 675kg হবে। এবার আপনি নিজেই বিচার করুন ৬৭৫ কেজির বোঝা না একটি ১৯০ গ্রামের kindle কোনটা আপনি ক্যারি করবেন ।
kindle কিনতে চাইলে নিচের লিংক গুলি থেকে সব থেকে শ্রেষ্ঠ মূল্যে কিনতে পারেন-