প্রচন্ড ব্যস্ততার সময় প্রয়োজনের মুহূর্তে Uber অ্যাপ ওপেন করে, সেখান রাইড বুক করারও সময়পাচ্ছেন না ? আর চিন্তা নেই। এই সমস্যার সমাধান নিয়ে হাজির উবের (Uber)কর্তৃপক্ষ ! এটি করতে তারা হাত মিলিয়েছে Whatspp এর সাথে।আর উবের (Uber) অ্যাপ ওপেন করারও প্রয়োজনই নেই। সরাসরি whastapp থেকেই বুক করুন uber . ঠিক কিভাবে উবের বুক করা যাবে, সেটাই ভাবছেন তো? আসুন জেনে নেওয়া যাক।
কি ভাবে Whatspp থেকেই বুক করবেন উবের
এবার থেকে , চিরচেনা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই আপনি উবের রাইড বুক করতে পারবেন। এবার থেকে হোয়াটসাপের মাধ্যমে চোখের পলকেই উবের বুক করতে পারবেন , কি ভাবে করবেন ?
১। এজন্য সবার প্রথমে ফোনে WhatsApp ওপেন করুন। এরপর ‘Hi’ অথবা ‘Hi Uber’ লিখে, ‘+91 7292000002’ নম্বরে পাঠিয়ে দিন। পরিবর্তে কিউআর (QR) কোড স্ক্যান করেও এই প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
২। এরপর নিজের পিকআপ (Pickup) ও ড্রপ-অফ (Drop-off) লোকেশনদুটি প্রদান করুন।
৩। এর ফলে আপনি রাইডের সম্ভাব্য ভাড়া অর্থাৎ গন্তব্যে পৌঁছতে হলে ঠিক কত টাকা খরচ করতে হবে, তা জানতে পারবেন।
৪। ভাড়া বুঝে নেওয়ার পর শেষে রাইডটি কনফার্ম বা নিশ্চিত করতে হবে।
৫। এরপর ড্রাইভার আপনার রিক্যুয়েস্ট বা আবেদন গ্রহণ করলে, আপনি WhatsApp -এ তার সূচনা পাবেন। এবার চ্যাট মারফত আপনি রাইডের সবখানি তথ্য ট্র্যাক করতে পারবেন।
আপাতত যে কথাগুলি মাথায় রাখতে হবে –
১। একমাত্র মোবাইল নম্বর দ্বারা Sign-up করলে তবেই রাইড বুক করা যাবে। অর্থাৎ এর পরিবর্তে ইমেইল বা পাসওয়ার্ড পদ্ধতি অবলম্বন করলে রাইড বুক করা যাবেনা। কারণ আমরা সকলেই জানি হোয়াটসাপের ইউনিক ইডেন্টিফায়ার হলো আপনার মোবাইল নম্বর।
২। ইংরেজি ভাষা ছাড়া ইউজারেরা হিন্দি ভাষাতেও রাইড বুক করতে পারবেন। এই সুবিধা ইউজারদের জন্য Uber কর্তৃপক্ষের পক্ষ থেকেই রোলআউট করা হয়েছে।
৩। আপাতত হোয়াটসঅ্যাপ মারফত Uber বুক করার এই সুবিধা কেবল মাত্র দিল্লি এনসিআর অঞ্চলে উপলব্ধ। তবে শীঘ্র মুম্বই, বেঙ্গালুরু সহ অপরাপর শহরেও আলোচ্য সুবিধাটি চালু হবে ।