অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি WhatsApp তাদের ডেস্কটপ (Desktop) ইউজারদের জন্য ভয়েস ও ভিডিও কলিং ফিচার (Voice and video Call) নিয়ে এসেছে। তবে এখনই সব ইউজার এই সুবিধা পাবেন না। আপাতত উইন্ডোজ (Windows) ও Mac OS সিস্টেম ব্যবহারকারীদের জন্য এই ফিচার রোল আউট করা হয়েছে। আবার ব্যক্তিগত চ্যাট (Individual) এর ক্ষেত্রেই এই সুবিধা মিলবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজারদের জন্য এই ফিচার উপলব্ধ নয়। সেক্ষেত্রে আপনি যদি উল্লেখিত দুটি সিস্টেমের ইউজার হন তাহলে এবার থেকে ছোট স্ক্রিনের স্মার্টফোনের বদলে ডেস্কটপের মাধ্যমে ভয়েস বা ভিডিও কল করতেপারবেন খুব সহজেই । তাহলে দেরি না করে আসুন জেনে নিই কিভাবে WhatsApp ডেস্কটপের মাধ্যমে ভয়েস বা ভিডিও কল করা যাবে।
তবে ডেস্কটপ থেকে ভয়েস বা ভিডিও কল করার আগে কয়েকটি দিক আপনাকে মাথায় রাখতে হবে। যেমন – আপনার সিস্টেমটি কে অবশ্যই উইন্ডোজ ১০ ৬৪-বিট ভার্সন ১৯০৩ বা তার নতুন হতে হবে। আবার আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাকওএস ১০.১৩ বা তার নতুন ভার্সন ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়াও অডিও আউটপুট ডিভাইস, মাইক্রোফোন ও ক্যামেরা থাকা জরুরি।
কিভাবে WhatsApp ডেস্কটপ ভার্সনের মাধ্যমে ভয়েস বা ভিডিও কল করা যাবে ?
১. সর্বপ্রথম আপনার সিস্টেমে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করুন।
২. এবার স্মার্টফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অ্যাপটি কনফিগার করুন।
৩. এবার কোনো চ্যাটে যান। এখানে উপরে ডান দিকের কোণায় ভয়েস ও ভিডিও কল বাটন দেখতে পাবেন।
৪. আপনি ভয়েস কল করতে চাইলে এবার ভয়েস কল বাটন অথবা ভিডিও কল করতে চাইলে ভিডিও কল বাটনে ক্লিক করতে পারেন।