আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে ভারত সরকার ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে আরো উন্নত মানের প্রোডাক্ট বানাতে উৎসাহ দিচ্ছে গত বছর থেকেই । সরকারি অনুপ্রেরণায় এবং সাহায্য পেয়ে গত বছর থেকেই আবার নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি। মাইক্রোম্যাক্স এবং LAVA এই দুই ভারতীয় মোবাইল ব্র্যান্ড গত বছর থেকেই নানা ধরনের স্মার্টফোনের বাজারে বেশ হৈচৈ ফেলে দিয়েছে।বছরের শুরুতেই কাস্টমাইজেবল স্মার্টফোনের আনার পরে আবার নতুন তিনটি ট্যাবলেট লঞ্চ করে ফেলল ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা LAVA । এই ট্যাবলেট গুলি মূলত স্টুডেন্টদের টার্গেট করে বানানো হয়েছে। Lava Magnum XL, Lava Aura এবং Lava Ivory -তিনটে ভিন্ন ভিন্ন ক্যাটেগরির কাস্টমারকে পরিষেবা দেবার কথা মাথায় রেখে এই ট্যাবলেট গুলি লঞ্চ করা হয়েছে। আসল লাভার এই নতুন ট্যাবলেট গুলির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
LAVA র নতুন ট্যাবলেট গুলির স্পেসিফিকেশন
এই লাইন আপের সব থেকে দামি ট্যাবলেট টি হলো , Lava Magnum XL . এই ট্যাবলেটটিতে ১০.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন ব্রাইটনেস 390nits । সাথে ব্যাটারী backup এর জন্য এতে 6100mH ব্যাটারি উপলব্ধ। সাথে আছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা SD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া Magnum XL-এ ২ গিগাহার্টজের কোয়াড কোর Mediatek প্রসেসরও ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের back camera এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে কালারের ক্ষেত্রে খুব বেশি অপশনস নেই। আপাতত শুধু মাত্র ডার্ক গ্রে কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
অন্যদিকে এই লাইনআপের দ্বিতীয় ট্যাবলেট Lava Aura-তে থাকছে ৮ ইঞ্চির ডিসপ্লে। এটিও ২ গিগাহার্টজ মিডিয়াটেক কোয়াড-কোর চিপসেট দ্বারা চালিত হবে, তবে এতে 5100mH ব্যাটারি থাকবে। এছাড়াও ট্যাবলেটটিতে ৩২ জিবি স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। থাকবে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। তবে মিডিয়াটেকের কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে কিছু বলা নেই কোম্পানির তরফ থেকে।
এই লাইনআপের শেষ এবং সবচেয়ে কম দামি Lava Ivory মডেলটিতে ৭ ইঞ্চি স্ক্রিন এবং টেক্সচারযুক্ত হেয়ারব্রাশ back finish দেখা যাবে। এক্ষেত্রে ডিভাইসটিতে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে যা এক্সটার্নাল কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত extend করা যাবে। এই ট্যাবলেটে ৫ মেগাপিক্সেলের Rear Camera এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
Lava ট্যাবলেটগুলির দাম এবং কোথায় কিনবেন
Lava Ivory-এর দাম ধার্য করা হয়েছে মাত্র ৯,৪৯৯ টাকা। আবার Lava Aura নামক ট্যাবলেটটি কিনতে গেলে ক্রেতাদের ১২,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। অন্যদিকে, Lava Magnum XL ডিভাইসটি ১৫,৪৯৯ টাকায় বিক্রি হবে বলে জানা গিয়েছে। এই তিনটি ট্যাবলেটই আজ থেকে জনপ্রিয়ও ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এর মাধ্যমে কেনা যাবে। কিন্তু লঞ্চ অফার হিসাবে LAVA আপাতত এই ৩তে ট্যাবলেটই আরো কম দামে দিচ্ছে 11999, 9999 এবং 7399 এই দামে ট্যাবলেট গুলি এখন পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, Lava এই ট্যাবলেটগুলি কেনার সময় স্টুডেন্টদের বিনামূল্যে বিশেষ কোর্স দেওয়ার উদ্দেশ্যে EduSaksham-এর সাথে হাত মিলিয়েছে;
এর ফলে ট্যাবলেটগুলি কেনার পর ক্রেতার বাড়ির খুদে পড়ুয়া ১,৭৯৯ টাকা থেকে শুরু করে ২৭০০০টাকা পর্যন্ত মূল্যের বিজ্ঞানভিত্তিক অনলাইন কোর্সগুলি নিখরচায় access করতে পারবে।