শেষ কয়েক বছর ধরে প্রায় স্মার্টফোন কোম্পানিই ট্যাবলেটের বদলে  স্মার্টফোন ডেভলপমেন্টের ওপরেই বেশি মনোনিবেশ করেছে। Xiaomi  ও  তার ব্যতিক্রম নয়।  এর প্রধান কারণ আসলে বর্তমানে বিশাল ডিসপ্লের ফোন গুলিই গ্রাহকদের সব চাহিদা মিটিয়ে দেওয়ায়  ,গ্রাহকরা আর ট্যাবলেট কিনতে বিশেষ উৎসাহী নন।  তাই একসময় Mi  Pad  সিরিজের অনেক ট্যাবলেট বের করলেও ,সাম্প্রতিক সময়ে xiaomi  আর ট্যাবলেট লঞ্চ করতে বিশেষ আগ্রহী নয়।  কিন্তু  স্মার্টফোন ইন্ডাস্ট্রি তে নতুন গুঞ্জন- শাওমি নাকি স্ট্র্যাটেজী পরিবর্তন করে ২০২১ সালে ট্যাবলেট সেগমেন্টে প্রত্যাবর্তন করবে  । একটি নয়, শাওমির তিন তিনটি নতুন ট্যাবলেট লঞ্চের পরিকল্পনার কথা রিপোর্ট মারফত উঠে আসছে । শাওমির এই নতুন  ট্যাবলেট  গুলি থেকে থেকে কী কী প্রত্যাশা করা যেতে পারে, সম্প্রতি তার একটা আভাস পাওয়া গেলো। । জানা গিয়েছে, Xiaomi-র নতুন তিনটি ট্যাবলেট Mi Pad 5 লাইনআপে  কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসর সহ আসবে।

Xiaomi Tablet গুলির  মডেল নম্বর ও কোড নাম

@xiaomiui নামক একটি টুইটার প্রোফাইল থেকে শাওমির আপকামিং ট্যাবলেটগুলির তথ্য শেয়ার করা হয়েছে। টুইটে বলা হয়েছে, শাওমির তিনটি ট্যাবলেটের কোড নাম “Enuma”, “Elish”, ও “Nabu”৷ Enuma”ও “Elish” এর মডেল নম্বর হল K81 ও K81A৷ অন্যদিকে “Nabu” এর মডেল নম্বর K82।

Xiaomi আপকামিং  ট্যাবলেটের স্পেসিফিকেশন (Expected )

না, AMOLED  নয়।,শাওমির প্রত্যেকটি ট্যাবে IPS ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। এটি ২৫৬০x১৬০০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। @xiaomiui এর টুইট থেকে আরো জানা গেছে , তিনটি ট্যাবেই থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ।এই সেন্সরগুলি হবে ওয়াইড, আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো, ও ডেপ্থ। “Enuma” কোড নামের ট্যাব ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও Enuma” এবং “Elish” ১২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে।

সব থেকে যেটা উল্লেখ্য -শাওমির “Enuma” এবং “Elish” ট্যাবলেট দুটি Snapdragon 870 চিপসেটে চলবে। “Nabu” অবশ্য Snapdragon 860 চিপসেটের সঙ্গে আসবে। সুতরাং, leaked  তথ্যের ভিত্তিতে বলা যায়, “Enuma” সবচেয়ে প্রিমিয়াম ও “Nabu” সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। এছাড়া ট্যাবলেটগুলি এনএফসি, কোয়াড স্পিকার, ওয়্যারলেস চার্জিং, আল্ট্রা-ফাস্ট ওয়্যার্ড চার্জিং ফিচারের সঙ্গে আসবে বলে আশা করা যায়।

জানা গেছে শাওমির এই তিনটি ট্যাবলেট গ্লোবাল মার্কেটের আগে চীনে লঞ্চ হবে । পরবর্তী সময়ে এই ট্যাবলেটগুলি ভারতে আসবে কিনা এখনো বলা যাচ্ছে না। সম্ভবত Mi Pad লাইন-আপের  আন্ডারে Mi  Pad 5 নাম এই ট্যাবলেট গুলো আসবে।

Tagged in:

,