ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা Micormax আজ দুপুরে ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোনে Micromax IN 1। ‘IN ’ সিরিজের তৃতীয় ফোন হিসাবে আজ এই ফোনটি মার্কেটে আসবে । উল্লেখ্য গতবছর নভেম্বরে এই সিরিজের Micromax In 1b, Micromax IN Note 1 ফোন দুটি লঞ্চ করে micromax ভারতীয় স্মার্টফোনে মার্কেটে সাড়া ফেলে দিয়ে ছিল । স্পেসিফিকেশনের কথা যদি বলা যায় মাইক্রোম্যাক্সের এই নতুন ফোনটি পূর্বের দুটি ফোনের মাঝামাঝি হবে। Micromax IN 1 ফোনে থাকতে পারে পাঞ্চ হোল ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও বিশাল 5000 mH ব্যাটারি।

Micromax IN 1 কখন লঞ্চ হবে এবং কোথায় দেখবেন লাইভস্ট্রিম

Micromax IN 1 আজ দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে। MicroMax ফোনটি লঞ্চের জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট আপনি মাইক্রোম্যাক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এছাড়াও কোম্পানির অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই ইভেন্টের লাইভ আপডেট পাওয়া যাবে।

Micromax IN 1 এর দাম কেমন হতে পারে ?

যদিও কোম্পানির তরফে এখনও মাইক্রোম্যাক্স ইন ১ এর দাম জানানো হয়নি। তবে অনুমান করা যায় এই ফোনটি ভারতে ৯,০০০ – ১০,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে। যেহেতু মাইক্রোম্যাক্সের সাথে ফ্লিপকার্টের চুক্তি আছে তাই ই-কমার্স সাইট Flipkart ছাড়াও micromaxinfo.com থেকে ফোনটি পাওয়া যাবে।

Micromax IN 1 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অফিসিয়ালি কিছু জানা না গেলো অনুমান করাই যায় মাইক্রোম্যাক্স ইন ১ ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল) পাঞ্চ হোল আইপিএস এলসিডি সহ আসতে পারে। এই ডিসপ্লেতে থাকবে 450 nits ব্রাইটনেস । আবার ফোনটি ৬ জিবি পর্যন্ত RAM , ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। পিছনে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (48MP প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর)। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।প্রসেসরের বিষয়ে কোনো তথ্য এখনো জানা না গেলেও সম্ভবত মিডিয়াটেকের কোনো CPU থাকবে।

Tagged in: