Moto শেষপর্যন্ত সত্যি সত্যি ইউরোপিয়ান মার্কেটে সব থেকে সস্তা 5G স্মার্টফোন নিয়ে এলো।  Moto G50 নামে  এই ফোনের সাথে moto  আরো একটি ফোন লঞ্চ করেছে কাল -Moto G100। উল্লেখ্য  দুটি ফোনেই আছে 5G কানেক্টিভিটি। Moto G50  ফোন প্রসেসর হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480  । এছাড়াও এই ফোনে আছে , ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং 5000  mH ব্যাটারি।  Moto G50 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম  সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

Moto G50 এর স্পেসিফিকেশন

  1. Moto G50 ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি। শুধু তাই নয়  এই ফোনে আরো থাকছে  90 হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে যাতে  রয়েছে  85 % স্ক্রিন টু বডি রেশিও ও 269 ppi পিক্সেল ডেন্সিটি  । তবে প্রসেসর হিসাবে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর। স্টোরেজ হিসাবে সাথে আছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। তবে এক্সপান্ডবল মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Moto G50 ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা F/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল। বাকি দুটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 13মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনে আছে 5000 mHএর বড়ো ব্যাটারি। যেটা কিনা  15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক দেওয়া হয়েছে।  প্রায় স্টক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমই থাকবে বলা যায় সাথে moto র নিজস্ব কিছু prebuilt আপ ইন্টিগ্রেটেড থাকবে।   সব শেষে বলি ফোনটির ওজন ১৯২ গ্রাম যেটি একটু ভারির  দিকেই। সব মিলিযে দাম একটু বেশিই বলা যায়। কিন্তু ইউরোপিয়ান মার্কেটের বিচারে এটিই সব থেকে সস্তা 5G ফোন.

Tagged in:

,