বিগত কয়েকবছর ধরেই জনপ্রিয় অডিও এবং ওয়্যারেবল নির্মাণকারী সংস্থা Noise ভারতীয় বাজারে  বেশ সস্তায় নানা স্মার্ট ওয়াচ আনছে । সম্প্রতি Noise তাদের প্রোডাক্ট লাইনআপে আরো একটি নতুন স্মার্টওয়াচ যুক্ত করলো ,Noise ColorFit Qube। Noise এর এই নতুন স্মার্ট ওয়াচে  থাকছে, ২৪x৭ হার্ট-রেট মনিটরিং, স্লীপ ট্র্যাকিং ফিচার সহ ৮টি স্পোর্টস মোড। এছাড়া, নয়েজ কালারফিট কিউব ওয়েক জেসচার, ওয়েদার ফোরকাস্ট, কল নোটিফিকেশন, ফাইন্ড মাই ফোন, রিমোর্ট মিউজিক ও ক্যামেরা কন্ট্রোলের মতো যাবতীয় বেসিক ফিচারও পাওয়া যাবে। Noise ColorFit Qube কে  টাচস্ক্রিন ডিসপ্লে এবং ওয়াটারপ্রুফ ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে এই স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২,৫০০ টাকারও কম। চলুন নয়েজ -এর কালারফিট কিউব স্মার্টওয়াচটির দাম ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Noise ColorFit Qube স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

যেহেতু এটি একটি ওয়ারেবল ডিভাইস তাই Noise ColorFit Qube কে ৩২ গ্রাম ওজনে আটকে রাখা হয়েছে।  এতে  ২৪০x২৪০ পিক্সেল রেজোলিউশন যুক্ত ১.৪ ইঞ্চির TFT-LCD ডিসপ্লে দেখা যাবে। ইউজাররা এটিতে, কাস্টমাইজ ক্লাউড-বেসড ওয়াচ ফেস অপশন পেয়ে যাবেন। এখান থেকে তারা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি ওয়াচ ফেসকে চয়ন করতে পারবেন। জেনে রাখা ভালো , এই স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড (অ্যান্ড্রয়েড ৫.১ সহ পরবর্তী ভার্সন) এবং আইওএস (আইওএস ৯ সহ পরবর্তী ভার্সন) উভয় ডিভাইসের সাথেই সামঞ্জস্যপূর্ণ।

তদুপরি, ইউজাররা যাতে তাদের স্বাস্থ্যের দিকে সর্বক্ষণ খেয়াল রাখতে পারেন তার জন্য নয়েজ তাদের এই স্মার্টওয়াচটিতে, হার্ট-রেট মনিটরিং এবং স্লীপ ট্র্যাকিং ফিচার অন্তর্ভুক্ত করেছে। এছাড়া, এই ওয়্যারেবলটিতে ৮টি স্পোর্টস বা ওয়ার্কআউট মোড রয়েছে, যার মধ্যে, সাইকেলিং, ক্লাইম্বিং, রানিং, স্পিনিং, হাইকিং, ট্রেডমিল, ওয়াকিং এবং যোগা সামিল থাকছে। উল্লেখ্য, এই সমস্ত ওয়ার্কআউট সংক্রান্ত ডেটাকে ইউজাররা ‘নয়েজফিট ট্র্যাক’ অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন।

এই হেলথ ও স্পোর্টস ট্র্যাকারগুলি ছাড়াও Noise ColorFit Qube স্মার্টওয়াচে বেশ কয়েকটি দুর্দান্ত ফিচার রয়েছে। সেক্ষেত্রে ওয়্যারেবলটিতে, ওয়েক জেসচার, ওয়েদার ফোরকাস্ট, ওয়াক রিমাইন্ডার, কল নোটিফিকেশন, রিমোর্ট মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন অ্যাপ, ক্যালেন্ডার রিমাইন্ডার, অ্যালার্ম, টাইমার, স্টপ-ওয়াচ এবং ডিএনডি -এর মতো ফিচার উপলব্ধ থাকছে। এছাড়া, যেহেতু এই স্মার্টওয়াচটি IPX4 সার্টিফায়েড, সেহেতু সামান্য জল লাগলেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না। তবে এটি যদি জলে পড়ে  যায় সেক্ষত্রে এটি সুরক্ষা পাবে না।

নয়েজের এই বাজেট স্মার্টওয়াচটিতে, ১৮০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারিটি আছে। ডিভাইসটিকে চার্জ করতে ২.৫ ঘন্টা সময় লাগবে এবং এটি একক চার্জে একটানা ৭দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে সংস্থাটির দাবি।

Noise ColorFit Qube স্মার্টওয়াচের দাম ও কোথায় কিনবেন

ভারতীয় বাজারে নয়েজ কালারফিট কিউব স্মার্টওয়াচটিকে মাত্র, ২,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। চারকোল গ্রে এবং ব্রিজ গোল্ড কালারের সাথে আসা এই বাজেট-রেঞ্জের ওয়্যারেবলটিকে জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে ।

Tagged in:

,