ওয়ানপ্লাস (OnePlus) কিছুদিন আগে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 11 গ্লোবাল মার্কেটে এনেছে যা মোবাইল ফোন মার্কেটে সাড়া ফেলে দিয়েছে , একই সাথে মিড-রেঞ্জের OnePlus 11R-ও বিশ্ববাজারের পা রেখেছে। এবার জানা গেলো , কোম্পানিটি তাদের Nord লাইনআপের অধীনে কিছু আরো একটি ফোন প্রস্তুত লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা টুইটারে জানিয়েছেন যে, নর্ড সিরিজে অন্তর্ভুক্ত সাশ্রয়ী মূল্যের ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা ডিভাইসটির বাণিজ্যিক নামের পাশাপাশি ভারতের বাজারে এর আগমন নিশ্চিত করেছে। টিপস্টার তার টুইটে দাবি করেছেন যে আগামী কয়েক মাসের মধ্যে নর্ড সিই ৩ লাইট গ্রাহকদের জন্য উপলব্ধ হবে।
[Exclusive] OnePlus Nord CE 3 Lite 5G is launching soon in India. Confirming the final moniker. Expect the launch to happen in the next couple of months.
Have also spotted the device on the company’s Indian website.#OnePlus #OnePlusNordCE3Lite5G pic.twitter.com/7oe0i9pfUI— Mukul Sharma (@stufflistings) February 28, 2023
অন্যদিকে, নর্ড সিরিজে অন্তর্ভুক্ত ওয়ানপ্লাস নর্ড ৩ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৩-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। যদিও, কোম্পানির তরফে এখনও এই মডেলগুলির বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু লক্ষণীয় যে, তার আগেই কোম্পানির অফিসিয়াল পেজ থেকে ভারতে লঞ্চের জন্য নতুন নর্ড সিই ৩ লাইট ভ্যারিয়েন্টটির বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
তবে, অফিসিয়াল সাইটের তালিকাটি OnePlus Nord CE 3 Lite-এর স্পেসিফিকেশন, ফিচার বা ডিজাইন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। এদিকে, এক সুপরিচিত টিপস্টার সম্প্রতি OnePlus Nord 3-এর লঞ্চের আগেই সম্পূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
OnePlus Nord 3-এর সম্ভাব্য স্পেসিফিকেশন কি হতে পারে ?
OnePlus Nord 3-এ ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এছাড়াও, ডিভাইসটি ১২৮ জিবি/২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৮ জিবি/১৬ জিবি র্যাম কনফিগারেশনের সাথে যুক্ত অক্টা-কোর ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে।
ক্যামেরার ক্ষেত্রে, OnePlus Nord 3-এর ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা অবস্থান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3 ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVooc) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ওয়ানপ্লাসের অ্যালার্ট স্লাইডারও অন্তর্ভুক্ত থাকবে। পরিশেষে, আসন্ন বাজেট ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।