অবশেষে OnePlus nord এর পর  আবারও  একটি নতুন মিডরেঞ্জ স্মার্টফোনে  ফোন নিয়ে হাজির হচ্ছে Oneplus । আগামী ২৩ মার্চ ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে OnePlus 9 সিরিজ।  শোনা যাচ্ছে শুধু  Oneplus 9 ই নয় সাথে আরো একটি মিড  রেঞ্জ ফোন আন্তে  চলেছে  Oneplus । অনুমান করা হচ্ছে এই ফোনের নাম হতে চলেছে Oneplus Nord N20। আজ হঠাৎ ই  এই ফোনটির  স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। একই সাথে জানা জানা গেছে Oneplus N10  এর আপগ্রেড ভার্সন, অর্থাৎ N20  এর কোডনেম হবে Ebba।

জনপ্রিয়  টেক টিপস্টার Steve Hemmerstoffer, যিনি OnLeaks  নামেই  পরিচিত, আজ OnePlus Nord N20 র  স্পেসিফিকেশন সোশ্যাল মিডিয়াতে লিক করেছেন । যদিও তিনি ফোনটির নাম  কন্ফার্ম করে কিছু জানাননি  তবে স্পেসিফিকেশন দেখে  আমরা ধরে নিতেই  পারি  এটি আসলে  OnePlus Nord N10 এর উত্তরসূরি OnePlus Nord N20 । চলুন জেনে নেওয়া যাক কি কি তথ্য ফাঁস হয়েছে।

জানা গেছে, এই ফোনে  গ্লাস  প্যানেল থাকছে না , থাকছে  প্লাস্টিক রিয়ার প্যানেল ।  বাজেট স্মার্টফোনে ক্ষেত্রে প্ল্যাস্ট্রিক প্যানেলই  দেখা যায় বেশিরভাগ  ক্ষেত্রে। ব্যাক প্যানেলে  glossy ফিনিশ সহ কোম্পানির লোগো (মিডল পসিশনে ) দেখা যাবে। তবে প্রটেকশনের জন্য ফোনটি তে  মেটাল ফ্রেম সহ থাকবে এবং ফোনটি 8.4 মিমি পুরু হবে। আবার এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা। যদিও এই  কোন ক্যামেরা সেন্সর বা ব্যবহার হবে সেই  সম্পর্কে কিছু জানা যায়নি।

Oneplus Nord N20 এর সামনে থাকবে বিশাল ৬.৪৯ ইঞ্চি ডিসপ্লে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের চারদিকে হালকা বেজেল দেখা যাবে।আবার পাঞ্চ হোলের কাটআউট থাকবে ডিসপ্লের মাঝবরাবর উপরিভাগে। উল্লেখ্য  ,ফোনের নিচের প্রান্তে ৩.৫মিমি হেডফোন জ্যাক উপস্থিত। যেকোনো বাজেট ফোনের মতোই  এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

দাম কত হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আপাতত পাওয়া না গেলেও। একই সেগমেন্টে আগের ফোনগুলির দাম থেকে একটা ধারণা করা যায়। Oneplus Nord N10এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল ২৯৯ ডলার, যা প্রায় ২৭,৮৭০ টাকা। আশা করা যায় একই দামে এর উত্তরসূরিও লঞ্চ হবে। সব মিলিয়ে দাম যে অন্যান্য কোম্পানির ফোন গুলির থেকে কিছুটা বেশিই হবে সেটা ধরে নেওয়া যায়।

Tagged in:

,