আগে করা ঘোষণা মতোই কাল ভারতে লঞ্চ হল Oppo Reno সিরিজের নতুন দুই স্মার্ট ফোন 6 5G ও Reno 6 Pro 5G। প্রায় অন্যান্য সব কোম্পানির মতোই Oppo  তাদের এই দুই ফোনেই মিডিয়াটেক ডায়মেনসিটি 5G প্রসেসর ব্যবহার করেছে । মিড রেঞ্জে লঞ্চ হওয়া Oppo Reno 6 5G ও Reno 6 Pro 5G ফোন দুটি OnePlus 9R, Mi 11X Pro এর মতো ফোনকে টেক্কা দেবে। ভারতে এগুলি একটি র‌্যাম ভ্যারিয়েন্ট ও দুটি কালারে পাওয়া যাবে।শুধু প্রসেসরই নয় আকর্ষণীয় ক্যামেরা ,ডিসপ্লে এবং ৬৫ watt  চার্জার সহ পাওয়া যাবে  Oppo Reno 6 5G   . আসুন Reno 6 5G ও Oppo Reno 6 Pro 5G এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 6 Pro 5G-এর স্পেসিফিকেশন

অনান্য Oppo ফোনের মতোই এই ফোনের প্রধান আকর্ষণ এর আকর্ষণীয় লুক এবং ডিসপ্লে । এই ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ১৮০ হার্টজ। এই ফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 1200প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। Oppo Reno 6 Pro 5 অ্যান্ড্রয়েড ১১ বেসড Color OS 11.3  কাস্টম স্কিনেচলবে।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 6 Pro 5G স্মার্টফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ও ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স। ফোনের পাঞ্চ হোলের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৬৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে রয়েছে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ১৮২ গ্রাম।

Oppo Reno 6 এর স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৬ ফোনটিও অ্যান্ড্রয়েড ১১ বেসড কালার ওএস ১১.৩ কাস্টম স্কিন সহ এসেছে। এই ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস 2.5D হাই সেন্সিটিভ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং রিফ্রেশ রেট ১৮০ হার্টজ। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০ ৫জি প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ

ক্যামেরার কথা বললে, Oppo Reno 6 ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেটআপ উপলব্ধ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Pro ভার্সনের মতো Oppo Reno 6 5G ফোনেও একই কানেক্টিভিটি অপশন ও সিকিউরিটি ফিচার রয়েছে। এই ফোনটি ৪,৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের ওজন ১৮২ গ্রাম।

Oppo Reno 6 5G ও Reno 6 Pro 5G এর দাম এবং কোথায় কিনবেন

Oppo Reno 6 5G এর দাম রাখা হয়েছে ২৯,৯৯০ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আগামী ২৯ জুলাই থেকে ফোনটির সেল শুরু হবে।

অন্যদিকে Reno 6 Pro 5G  এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৩৯,৯৯ টাকা। আগামী ২০ জুলাই থেকে ফোনটি পাওয়া যাবে।

প্রায় জনপ্রিয় সব অনলাইন ecommerce স্টোর -Flipkart, Oppo Online Store, Reliance Digital, Vijay Sales, Croma-র মতো সব প্ল্যাটফর্ম থেকে এগুলি কেনা যাবে।

লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবে। আবার ১৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে Paytm এর মাধ্যমে পেমেন্ট করলে।