স্মার্টফোন মার্কেট ছাপিয়ে  জনপ্রিয় টেক ব্র্যান্ড  Realme আস্তে আস্তে টেক গ্যাজেটস মার্কেটেও নিজেদের অধিকার দখলের লড়াইতে নেমেছে । সম্প্রতি Realme মার্কেটে অন্য তাদের নতুন স্মার্ট ব্যান্ড Realme Band 2 (রিয়েলমি ব্যান্ড ২) লঞ্চকরলো ।একদম বাজেটের মধ্যে থাকা  Realme Band 2  তে  রয়েছে নতুন ধরণের ডিজাইন, বড়ো  এলসিডি ডিসপ্লে এবং স্বাস্থ্য সম্পর্কিত একাধিক ফিচার । এটি Mi Band 6 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসুন Realme Band 2-এর স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।

Realme Band 2-এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ব্যান্ডের উত্তরসূরি হিসেবে আসা রিয়েলমি ব্যান্ড ২-তে আয়তক্ষেত্রাকার ১.৪ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস ৫০০ নিট। এর কালার টাচস্ক্রিন আগের মডেলের চেয়ে বড়। আবার পাওয়ারের জন্য এই উইয়ারেবলে ২০৪ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা একক চার্জে ১২দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এই রিয়েলমি স্মার্টব্যান্ড ৫০ মিটার পর্যন্ত জল প্রতিরোধী এবং এটিতে ৫০টিরও বেশি ওয়াচ ফেসের সুবিধা পাওয়া যাবে।

অন্যান্য স্মার্টব্যান্ডের মতই রিয়েলমি ব্যান্ড ২ ফিটনেস ব্যান্ডে হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, সাঁতার ইত্যাদি ৯০টি ওয়ার্কআউট মোড রয়েছে। পাশাপাশি এটি SpO2 ব্লাড অক্সিজেন সেন্সর, স্লিপ ট্র্যাকিং সেন্সর, হার্ট রেট মনিটরিং সেন্সর সহ এসেছে।

Realme Band 2-এর দাম, প্রাপ্যতা

রিয়েলমি ব্যান্ড ২-এর দাম রাখা হয়েছে ১৩৯ আরএম, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২,৪৫০ টাকা। এই মুহূর্তে মালয়েশিয়ায় এই ব্যান্ড লঞ্চ হলেও, খুব শীঘ্রই একে ভারতের বাজারে দেখা যাবে বলে আশা করা যায়। এবং ভারতে আশা করা যায় দাম থাকবে ২৪৯৯ টাকা।