পূর্ব ঘোষণা মতো Realme GT 2 সিরিজের স্মার্টফোন গুলি  গত কাল  লঞ্চ হল। এই সিরিজের অধীনে দুটি ফোন বাজারে আনলো realme – Realme GT 2, Realme GT 2 Pro। দুটি ফোনই দুর্দান্ত ফিচার  এবং আকর্ষণীয় সহ এসেছে। যেমন এগুলিতে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার Realme GT 2 Pro ফোনে আছে 2K AMOLED LTPO ডিসপ্লে, যেখানে ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে সহ এসেছে Realme GT 2। আসুন দুটি ফোনের দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রিয়েলমি জিটি ২ স্পেসিফিকেশন, ফিচার (Realme GT 2 Specifications, Features)

Realme GT 2২ ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। processor হিসাবে  ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য Realme GT 2 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ওজন ১৯৯ গ্রাম।

রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশন, ফিচার (Realme GT 2 Pro Specifications, Features)

রিয়েলমি জিটি ২ প্রো ফোনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি 2K AMOLED LTPO ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। রিয়েলমি জিটি ২ প্রো ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে চলবে।

Realme GT 2 Pro ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য Realme GT 2 Pro ফোনে দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট প্রভৃতি।

 

রিয়েলমি জিটি ২, রিয়েলমি জিটি ২ প্রো দাম (Realme GT 2, Realme GT 2 Pro Price)

রিয়েলমি জিটি ২ ফোনের দাম শুরু হয়েছে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৫০০ টাকা) থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এছাড়া ফোনটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এদের দাম যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৯০০ টাকা) ও ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৪০০ টাকা)।

অন্যদিকে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৩,৬৯৯ ইউয়ান, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,০০০ টাকা)। এছাড়া ফোনটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। এদের দাম যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৫০০ টাকা) ও ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৪০০ টাকা)। রিয়েলমি জিটি ২ প্রো পেপার গ্রীন, পেপার হোয়াইট, টাইটেনিয়াম ব্লু ও স্টিল ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

চীনের বাইরে ফোন দুটি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।