অনেকদিন ধরে tease  করার পর  অবশেষে Samsungআগামী ৬ জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে Samsung Galaxy F22 । এই ফোনটি ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart এ পাওয়া যাবে । পাশাপাশি ই-কমার্স সাইটটি ফোনের কিছু প্রধান  স্পেসিফিকেশন সামনে এনেছে। শুধু তাই নয় দাম ও জানা গেছে । এই ফোনের দাম ১৫,০০০ টাকার কম রাখা হবে। এই ফোনে থাকবে sAMOLED ডিসপ্লে, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়র ক্যামেরা। আসুন Samsung Galaxy F22 সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F22 কখন ভারতে লঞ্চ হবে

Samsung Galaxy F22 আগামী ৬ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্ট তাদের মাইক্রো সাইটে এমনই জানিয়েছে। যদিও কোম্পানি কোনো লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে কিনা জানা যায়নি। সম্ভবত আলাদা করে কোনো লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে না।

Samsung Galaxy F22 এর দাম

স্যামসাং গ্যালাক্সি এফ২২ ভারতে ১৫,০০০ টাকার  নিচে  লঞ্চ হবে। সোর্স মারফত খবর, ফোনটির দাম শুরু হবে ১২,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy F22 এর স্পেসিফিকেশন ও ফিচার

ফ্লিপকার্ট থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনে দেখা যাবে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট থাকবে ৯০ হার্টজ। আবার ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ বিশাল  ব্যাটারি। ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা সহ আসবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল।

এছাড়াও Samsung Galaxy F22 ফোনে Mediatek  helio  G৮০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ব্লুটুথ ৫.০, এবং ৪জি এলটিই কানেক্টিভিটি থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে।

Tagged in:

,