ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হিসেবে ক্রমেই হোয়াটস্যাপ-র জনপ্রিয়তা তে ভাগ বসাচ্ছে টেলিগ্রাম (Telegram)। প্রায় প্রতি মাসেই এই প্ল্যাটফর্মটি তাদের গ্রাহকদের জন্য একাধিক পরিষেবা ও ফিচার নিয়ে এসেছে। মূলত টেলিগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়ার ধারাই এতদিন চালু ছিল, তবে চলতি মাসের শুরুর দিকে সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও (CEO) পাভেল দুরভ জানিয়েছিলেন যে, এই ম্যাসেজিং প্ল্যাটফর্মের একটি প্রিমিয়াম প্ল্যানের ওপর বর্তমানে কাজ চলছে। সেইমতো গত কাল কোম্পানি উল্লিখিত প্রিমিয়াম প্ল্যানটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। ভারতে এর মূল্য ৪৬৯ টাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম হবে ৫ ডলার থেকে ৬ ডলারের মধ্যে। আসুন টেলিগ্রামের প্রিমিয়াম প্ল্যানের সমস্ত নতুন সুবিধাগুলি একবার দেখে নেওয়া যাক৷
জেনে নিন Telegram Premium Plan-এ কি কি ফিচার পাওয়া যাচ্ছে
টেলিগ্রাম প্রিমিয়াম এর সব থেকে প্রধান ফিচারটি হল ৪ জিবি পর্যন্ত সাইজের ফাইল পাঠানোর ক্ষমতা। এটি টেলিগ্রামের ফ্রি ভার্শনে বিদ্যমান ২ জিবি সীমার ওপরে অতিরিক্ত ২ জিবির সুবিধা দেবে । প্রিমিয়াম প্ল্যানটি ব্যবহারকারীদের আরও দ্রুত ডাউনলোডের অনুমতিও দেয়। সংস্থার অফিসিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে যে, গ্রাহকরা তাদের সীমাহীন ক্লাউড স্টোরেজের সবকিছুই অ্যাক্সেস করতে পারবেন ততটাই দ্রুত ভাবে, যতটা তার নিজস্ব নেটওয়ার্ক পৌঁছতে পারবে। এই প্রিমিয়াম স্তরে সাধারণত ব্যবহারকারীরা টেলিগ্রামে যা যা করতে পারেন তার সীমাও বৃদ্ধি পাবে। তারা ১০০০ টি চ্যানেল অনুসরণ করতে পারবেন, প্রতিটিতে ২০০টি চ্যাট সহ ৩০টি চ্যাট ফোল্ডার তৈরি করতে পারবেন, যেকোন টেলিগ্রাম অ্যাপে একটি চতুর্থ অ্যাকাউন্ট যোগ করার সুবিধাও পাবেন, প্রধান তালিকায় ১০টি চ্যাট পিন করাও যাবে।
এছাড়াও, Telegram-এর প্রিমিয়াম স্তরের সাথে দেওয়া একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল, ভয়েস-টু-টেক্সট ফিচার যা ভয়েস মেসেজগুলিকে টেক্সট মেসেজে রূপান্তর করতে পারে। প্রায়শই এমন পরিস্থিতি তৈরি হয় যখন ইউজারের পক্ষে ভয়েস নোট শোনা সম্ভব হয় না, সেই পরিস্থিতিতে এই ফিচারটি যথেষ্টই সুবিধাজনক হবে। তা ছাড়া, ব্যবহারকারীরা Telegram-এর এই প্রিমিয়াম প্ল্যানের আওতায় এক্সক্লুসিভ প্রিমিয়াম স্টিকার, একটি অ্যানিমেটেড প্রোফাইল পিকচার, একটি প্রিমিয়াম ব্যাজ এবং আরও অনেক কিছু অ্যাক্সেস করতে পাবেন। আর অবশ্যই, প্রিমিয়াম ইউজারদের কখনোই আর কোনো গ্রুপে বিজ্ঞাপন দেখতে হবে না ।